চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘটা করে এনসিপির আত্মপ্রকাশ ঘটলেও সাত মাস পর আর এককভাবে হাঁটতে চাইছেন না দলটির শীর্ষ নেতারা। ইতোমধ্যেই একীভূত হয়ে রাজনীতি করতে আলোচনাও শুরু করেছে এনসিপি ও গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের সঙ্গে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ইতোমধ্যেই অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে এনসিপি। গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান ইত্তেফাক ডিজিটালকে ‘অনানুষ্ঠানিক আলোচনা’ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র বলছে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসাথে কাজ করার লক্ষ্যে দল দু’টি আলোচনা করছে। সেই আলোচনার অগ্রগতিও হয়েছে। গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণ নেতৃত্ব চায়। ১৮ এর কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন এবং ২৪ এর...