নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর বিরুদ্ধে গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কোম্পানির আর্থিক প্রতিবেদনের পরিদর্শনে দেখা গেছে, সেখানে মিথ্যা ও জাল তথ্য উপস্থাপন করা হয়েছে। শুধু কোম্পানিকেই দায়ী করা হয়নি, বরং ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস নামের নিরীক্ষক প্রতিষ্ঠানকেও অভিযোগ করা হয়েছে। বিএসইসির মতে, নিরীক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে বিনিয়োগকারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের আস্থা ক্ষতিগ্রস্ত করেছেন। এর পরিপ্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-কে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো হয়েছে। সূত্র জানায়, গোল্ডেন হারভেস্টের আর্থিক বিবরণীতে এমন সব লেনদেন দেখানো হয়েছে যা বাস্তবে ঘটেনি। অনেক ক্ষেত্রে জাল লেনদেনের তথ্য বা বিভ্রান্তিকর সম্পদমূল্য উপস্থাপন করা হয়েছে, যাতে কোম্পানির আর্থিক অবস্থা প্রকৃতের চেয়ে শক্তিশালী মনে হয়। বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার এই অনিয়মগুলো...