আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের ২৯টি জেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টিকে উচ্চ এবং ২৪টি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। পাশাপাশি তারা বিভিন্ন মন্দির, মাজার, ধর্মীয় স্থাপনা ও সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় শিগগিরই দেশের বিভিন্ন জেলা ও উপজেলার স্থানীয় নাগরিক ও সামাজিক সংগঠন, মাইনরিটি সংগঠন, সুফি ও মাজারভিত্তিক সংগঠন, বাউল ও ফকির সম্প্রদায়, আদিবাসী সংগঠন, নারী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলগুলোর প্রগতিশীল ব্যক্তিদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান তারা। সাম্প্রদায়িক উসকানি ও বিভ্রান্তি রোধে তারা একটি ফ্যাক্টচেকিং দলও গঠন করবেন বলে জানিয়েছেন। শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্প্রীতি যাত্রার ‘মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতি যাত্রার ডাক এবং আসন্ন দুর্গাপূজায় ঝুঁকি পর্যালোচনা ও...