নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সভায় মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে ৩৩০ শতাংশ জমি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ টাকা, যার মধ্যে রেজিস্ট্রেশন সংক্রান্ত খরচও অন্তর্ভুক্ত। কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই নতুন জমি ক্রয় ক্রাউন সিমেন্টের উৎপাদন সুবিধা সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টাকে আরও দৃঢ় করবে। মুক্তারপুরে কোম্পানিটি ইতিমধ্যেই দেশের অন্যতম বৃহৎ সিমেন্ট উৎপাদন কমপ্লেক্স গড়ে তুলেছে। এর আগে, ২০২৩ সালে তারা কারখানার পাশে ২৪৫ শতাংশ জমি প্রতি শতাংশ ৬ লাখ টাকায় কিনেছিল। কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, গত দুই দশক ধরে ক্রাউন সিমেন্ট চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০০২ সালে...