এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তিনি ২ বলে শূন্য রানে ফেরেন। ইনিংসের প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান সাইফ হাসান। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন সাইফ। দলীয় ৬০ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন দাস। তিনি ১৬ বলে তিন বাউন্ডারিতি ২৩ রান করে ফেরেন। ২১ বলে এক চার আর তিনটি ছক্কার সাহায্যে ৩৫ রানে ব্যাট করছেন সাইফ হাসান। শনিবার টস হেরে ব্যাট করতে নেমে দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা। এই ম্যাচে জয় পেতে হলে...