সিলেটে উরাং সম্প্রদায়ের মধ্যে এক টাকায় পূজোর বাজার ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার নগরীর বালুচর চন্দন টিলা দেবী মন্দিরে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও মিলনমেলার এক অনন্য উদাহরণ। বাঙালি জাতি সবসময় মিলেমিশে বসবাস করেছে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকেছে। উরাং সম্প্রদায়ের জন্য ১ টাকায় পূজার বাজার প্রদান এবং ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এই আয়োজন শুধু সামাজিক দায়িত্ব পালনের অংশ নয়, বরং এটি প্রমাণ করে যে, আমরা সবাই...