শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিন কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। এতে টিএমজিবির সদস্যরা অংশ নেন। তারা সংবাদ সম্পাদনা, কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারে এআই প্রযুক্তির সর্বশেষ কৌশল হাতে-কলমে শিখেছেন। কর্মশালায় স্বাগত বক্তব্যে টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা এমন আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি এবং উপভোগ করতে পারি। বিনকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্টের চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর কর্মশালার আয়োজন প্রসঙ্গে বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তির সময়। কেবল একাডেমিক সনদ অর্জন করলেই একজন দক্ষ হয়ে ওঠা যায় না- প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা অর্জনই এখন মূল চাবিকাঠি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের...