নতুন কমিটি গঠন নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর যে কাউন্সিল হচ্ছে এ নিয়েও দ্বন্ধ রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ডিপ্লোমা প্রকৌশলীদের সমিতির নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে ‘দ্বন্দ্ব’। একটি পক্ষ বলছে, আওয়ামী লীগ সরকারের পতন হলেও সমিতির নিয়ন্ত্রণ এখনও আওয়ামী লীগ সমর্থকদের হাতে রয়েছে। অন্যপক্ষটি বলছে, সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই ‘আওয়ামী লীগ সমর্থকদের’ বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ২৭ সেপ্টেম্বর সমিতির বিশেষ কাউন্সিল আহ্বান করা হয়েছে। এ কাউন্সিল নিয়েও দ্বন্দ্বে জড়িয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বিরোধী পক্ষটির দাবি, ইইডিসহ শিক্ষা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা আওয়ামী সমর্থকদের হাতে এ সমিতির কর্তৃত্ব দিতে চান, যাতে সবাই তার অনুগত থাকেন। ইইডির বর্তমান ডিপ্লোমা প্রকৌশল সমিতির মেয়াদ আগামী ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে এ সমিতির সভাপতি...