গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে ঝুলে ছিলেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল সিল্কসিটি ট্রেন। এক পর্যায়ে ট্রেনটি কালিয়াকৈর মহিষবাথান এলাকায় হাইটেক সিটি রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এ সময় ট্রেনের ভেতর দরজার সামনে দাঁড়িয়ে ওই যাত্রী বাইরের দিকে ঝুলে শরীরে বাতাস লাগাচ্ছিলেন। এ সময় সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা...