বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সংস্কৃতি একটি সমাজের প্রাণ। এটি মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। ব্যক্তিকে সামাজিক করে তোলে এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। সংস্কৃতি একজন ব্যক্তিকে মানুষ হিসেবে গড়ে তোলে এবং যথার্থ সামাজিক করে তোলে।একটা জাতি কতটা সভ্য বা উন্নত সেটির পরিমাপ দেয় সংস্কৃতি। সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একটি সভ্যতা ধারণ করে, বয়ে নিয়ে চলে।’ শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাব আয়োজিত সাংস্কৃতিক সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনাসভায় ও ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্র নাট্যকার ছটকু আহমেদ,...