‘ভারত বিশ্ব ভ্রাতৃত্ববোধ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্বে ভারতের বড় কোনো শত্রু নেই। কিন্তু সত্যি বলতে, ভারতের সবচেয়ে বড় শত্রু হলো অন্য দেশের ওপর নির্ভরশীলতা। বিদেশিদের ওপর বেশি নির্ভরশীলতা বড় পরাজয়ের দিকে নিয়ে যাবে।’ কথাগুলো বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ‘সমুদ্র থেকে সমৃদ্ধি’নামক এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। নরেন্দ্র মোদি বলেন, ১৪০ কোটি ভারতীয়র ভবিষ্যৎ বাইরের শক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না। বিদেশিদের ওপর নির্ভর হয়ে জাতীয় উন্নয়নও সম্ভব নয়। এর মাধ্যমে জাতীয় আত্মসম্মানকে বিসর্জন দেওয়া হবে। তিনি বলেন, ভারতের জন্য আত্মনির্ভরতা ছাড়া উন্নতি সম্ভব নয় এবং তাদের নিজেদের প্রযুক্তিতে সব কিছু তৈরি করতে হবে, এমনকি সাধারণ চিপ থেকে শুরু করে জাহাজ পর্যন্ত।আরও পড়ুনআরও পড়ুনভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে এগিয়ে আসবে সৌদি আরব তিনি আরও বলেন, ভারতের সব সমস্যার...