বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) অন্যরকম এক প্রীতি ফুটবল ম্যাচ হয়ে গেলো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল একাডেমি এবং চীন বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল উইনাইটেড দলে এতে মুখোমুখি হয়। শাহেদ আক্তার রিপা ও প্রীতিদের নিয়ে বন্ধুত্বের ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছে। তবে ম্যাচের ফল ছাড়িয়ে বন্ধুত্ব ও কূটনীতিই ছিল বড় বিষয়। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চীন ও বাংলাদেশ ক্রীড়াঙ্গণে একসঙ্গে কাজ করবে। ক্রিকেটে বাংলাদেশ চীনকে এবং ফুটবল ও উশুতে চীন বাংলাদেশকে সহায়তা করতে পারে। দুই দেশের মধ্যকার ক্রীড়া বিনিময় অব্যাহত থাকবে।’ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ফুটবল একটা ডিপ্লোমেসি, ফুটবল একটা বন্ধুত্বের জায়গা। সেটা বাফুফে আজ প্রমাণ করেছে। দুই দেশের মানুষ ও বন্ধুত্ব এগিয়ে নিতে আজ একটি ম্যাচ...