জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম আনিকা বিশ্বের অন্যতম সেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। মর্যাদাপূর্ণ ক্ল্যারেনডন ফান্ড স্কলারশিপের আওতায় আগামী ৫ বছর তাকে টিউশন ফি ও জীবনযাপনের খরচ বাবদ প্রতি বছর প্রায় ৫১ হাজার ৮০০ পাউন্ড অর্থ প্রদান করা হবে।আরো পড়ুন:নবীনদের বরণ করে নিল ইসলামী বিশ্ববিদ্যালয়উপ-উপাচার্যের গাড়ি লক্ষ্য করে ‘ভিক্ষা’ দিলেন শিক্ষার্থীরা উপ-উপাচার্যের গাড়ি লক্ষ্য করে ‘ভিক্ষা’ দিলেন শিক্ষার্থীরা সামিয়া ইসলাম আনিকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী। সামিয়া অনার্সে ৩.৯২ সিজিপিএ নিয়ে বিভাগ ও সমাজবিজ্ঞান অনুষদে প্রথম স্থান অর্জন করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল ৩.৯১। পাশাপাশি জিআরই পরীক্ষায় তিনি ৩৩১ (কোয়ান্ট ১৭০/১৭০) এবং আইইএলটিএস-এ ৮.৫ স্কোর করেন। শুধু ক্লাসরুমেই নয়, গবেষণাতেও সমান মনোযোগী ছিলেন সামিয়া। ইউজিসির একটি প্রকল্পে কৃষকদের জৈব সার ব্যবহারের...