রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। জয়ের লক্ষ্য নিয়ে তিনশত আসনে জামায়াতে ইসলামী নির্বাচন করবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি বলেন, ‘‘যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি; তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিনশ’ আসনে নির্বাচন করার আশা করি। সেই নির্বাচনে বিজয়লাভ করার লক্ষ্যে আর্থিক কোরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’’আরো পড়ুন:নাহিদ ইসলামের সাফ কথা, ‘নিম্নকক্ষে আমরা পিআর চাই না’দাবি মানেন, আন্দোলন থেকে সরে আসব: গোলাম পরওয়ার নাহিদ ইসলামের সাফ কথা, ‘নিম্নকক্ষে আমরা পিআর চাই...