মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং টিকটক নিয়ে আলোচনায় অগ্রগতি অর্জন করেছেন এবং তারা ছয় সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি বৈঠক করবেন। এ বৈঠকে দুই নেতা বাণিজ্য, মাদক পাচার এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। তিন মাস পর দুই পরাশক্তির নেতাদের মধ্যে হওয়া এ টেলিফোন আলাপ কিছুটা উত্তেজনা কমালেও টিকটকের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়েছে কি না, তা স্পষ্ট নয়। দুই পক্ষ সম্মত হয়েছে, তারা আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের আঙ্গিনায় আরও বৈঠক করবেন। এই সম্মেলন শুরু হবে ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে। ট্রাম্প আরও জানান, তিনি আগামী বছর শুরুর দিকে চীন সফর করবেন এবং পরবর্তীতে শি জিনপিং যুক্তরাষ্ট্রে যাবেন। আরও পড়ুনআরও পড়ুনদ. কোরিয়া সফরে ট্রাম্পের ‘নীরব প্রস্তুতি’, বৈঠক হতে পারে জিনপিংয়ের সঙ্গে...