জুলাই সনদের বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার বিকেলে জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে জেলা জামায়াতের রুকন সম্মেলনে এ দাবি জানান তিনি। রফিকুল ইসলাম খান বলেন, ‘আগামী সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছি। এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবি।’ বিভিন্ন সংস্থার তথ্যের জরিপের উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের ৭২ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, দেশের মানুষ পিআর পদ্ধতি নির্বাচন চায় কি না– তা গণভোট দিয়ে জনগণের রায় নিন।’ জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, টিম সদস্য...