ছেলেদের নির্বাচক প্যানেলে সাবেক জাতীয় পেসার হাসিবুল হোসেনকে (শান্ত) তৃতীয় নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। নারী দলের একমাত্র নির্বাচক হিসেবে অনেকদিন ধরে কাজ করে আসা সাজ্জাদ আহমেদ (শিপন)। তার সঙ্গে এখন জায়গা পেয়েছেন সালমা খাতুন। এই প্রথম জাতীয় নির্বাচক প্যানেলে জায়গা পেলেন একজন নারী, যেটিকে ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত বলছে বিসিবি। বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ চূড়ান্ত করা হয় এই দুজনের নিয়োগ। বাংলাদেশের নারী ক্রিকেটের শুরুর দিকের সেনানীদের একজন সালমা। তার হাত ধরে সূচনা হয়েছে নতুন অনেক কিছুর। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক এই অফ স্পিনিং অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে দেশের নারী ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন তিনিই। এবার প্রথম নারী নির্বাচক হয়ে গেলেন মাত্র ৩৪ বছর বয়সেই। খেলা ছাড়ার কোনো ঘোষণা অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও দেননি তিনি। তবে জাতীয় দলে...