বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বৃহত্তর বলয় গড়ে তোলার ডাক এসেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে। বামপন্থি বিকল্প শক্তি-সমাবেশের প্রতি মানুষ যাতে আরও আস্থাভাজন হয়ে উঠতে পারে, সেজন্য দৃশ্যমান কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম জোরদার করার তাগিদ দেওয়া হয় সিপিবির কেন্দ্রীয় কমিটির রিপোর্টে। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে কংগ্রেসের দ্বিতীয় দিনে চলে কাউন্সিল অধিবেশন। এতে কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উত্থাপন করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র প্রিন্স, মিহির ঘোষ ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক লাকী আক্তার বিস্তারিত জানান। ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’- এই স্লোগানকে ধারণ করে শুক্রবার থেকে শুরু হয়েছে সিপিবির চার দিনের কংগ্রেস। কংগ্রেসের প্রথম অধিবেশনে বিভিন্ন কমিটি নির্বাচন করা হয়। দিনভর কেন্দ্রীয় কমিটির রিপোর্টের উপর আলোচনা চলে। বিভিন্ন জেলার ৪৪...