হিন্দু সম্প্রদায়ের পাশে সবসময় থাকার ঘোষণা দিয়েছেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নেতারা। তারা বলেন, আদম সন্তান হিসেবে এদেশে হিন্দু ও মুসলমান সবাই সমান অধিকার রাখেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। সমান অধিকার নিয়ে বাঁচতে চাই।শনিবার (২০ সেপ্টেম্বর) ভোলা জেলা শহরের চিলি হল রুমে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উদযাপন মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ে জেলা জামায়াত নেতারা এসব কথা বলেন।ভোলা জেলা সদরের ২৭টিসহ জেলায় ১১২টি মণ্ডপে হিন্দু ধর্মের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজার আয়োজনকে উৎসব মুখর করতে জামায়াত সহযোগিতা করবে বলে জানান নেতারা।এতে জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. জাকির হোসেন সভাপতিত্ব করেন।মতবিনিময়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ভোলা-১ সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, পৌর জামায়াতের আমির জামাল উদ্দিন, জামায়াতের...