বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, দেশের সাধারণ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে প্রায় কোনো ধারণা নেই। শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করে বলেন, মানুষ মুখ না দেখে ভোট দিতে অভ্যস্ত নয়। ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন আরও বলেন, প্রতিবেশী দেশ নেপালও এই পদ্ধতি থেকে বের হওয়ার চেষ্টা করছে, যা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে। তিনি বলেন, বিএনপি চায় একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়নধর্মী বাংলাদেশ। সেই লক্ষ্যেই কাজ করছেন...