টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অধিনায়কের সিদ্ধান্তকে খুব একটা সঠিক প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। সুপার ফোরের প্রথম ম্যাচে শক্ত পুঁজি দাঁড় করিয়েছে দলটি। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরু থেকেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৫ ওভারের উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৪ রান। ১৫ বলে ২২ করা নিশাঙ্কাকে ফেরান তাসকিন আহমেদ। সাইফ হাসানের ক্যাচ নিলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ অপর ওপেনার কুশল থামেন ২৫ বলে ৩৪ রান করে। তাকেও তালুবন্দি করেন সাইফ, এবার বোলার শেখে মেহেদি। ৫ রান করা কামিল মিশারাকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেহেদি। মাঝের ওভারগুলোতে লঙ্কানরা একটু...