চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন প্যানেল ঘোষণা করেছে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট’। ‘রেভ্যুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি’ নামের পাঁচ সদস্যের এই প্যানেল ঘোষণা করা হয় শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে। চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির শাখা সভাপতি জুয়েনা সুলতানা। এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনের শাখা সাধারণ সম্পাদক ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কেফায়েত উল্লাহ। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী শাহরিয়ার উল্লাহ। যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকছেন সংগঠনের অর্থ সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোনায়েদ শিবলী। দপ্তর সম্পাদক পদে লড়বেন সংগঠনের দপ্তর সম্পাদক ও ফাইন্যান্স বিভাগের ২০২১-২২...