এশিয়া কাপের সুপার ফোর মিশনের প্রথম ম্যাচেই কঠিন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তুলেছে ১৬৮ রান। লঙ্কানদের ব্যাটিং ধস সামলে ঝড়ো হাফসেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দাসুন শানাকা।টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ঝড়ো ব্যাটিংয়ে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসাঙ্কা (১৫ বলে ২২) এবং কুশল মেন্ডিস (২৫ বলে ৩৪) মিলে এনে দেন ৪৪ রানের উদ্বোধনী জুটি। তবে তাসকিন আহমেদের শিকার হয়ে নিসাঙ্কা ফিরতেই ভাঙে গতি। নিয়মিত বিরতিতে আরও তিন ব্যাটার সাজঘরে ফেরেন। ১৪তম ওভারে দলীয় সংগ্রহ তখন মাত্র ৯৭/৪।এমন অবস্থায় হাল ধরেন শানাকা ও আসালাঙ্কা। মাত্র ২৭ বলে গড়ে তোলেন ৫৭ রানের ঝড়ো জুটি। আসালাঙ্কা ফিরেন রানআউট হয়ে (১২ বলে ২১), তবে শানাকা থামেননি। ৩৭ বলে ৬৪ রানের...