রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটার কবর দে’ স্লোগান দিয়ে উপ-উপাচার্যের গাড়িতে কয়েন ছুড়ে মারার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসন ভবন-১ এর সামনে এ ঘটনা ঘটে।আরো পড়ুন:নবীনদের বরণ করে নিল ইসলামী বিশ্ববিদ্যালয়ফুল ফান্ডেড স্কলারশিপসহ অক্সফোর্ডে পিএইচডির সুযোগ জাবি ছাত্রীর ফুল ফান্ডেড স্কলারশিপসহ অক্সফোর্ডে পিএইচডির সুযোগ জাবি ছাত্রীর জানা গেছে, বেলা আড়াইটার দিকে প্রশাসন ভবন-১-এর সামনে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন অনশনরতসহ আন্দোলনকারী একদল শিক্ষার্থী। উপ-উপাচার্য তাদের সঙ্গে কথা বলতে আসলে শিক্ষার্থীরা তার গাড়ি লক্ষ্য করে টাকা ও কয়েন ছুড়ে মারেন। এ সময় তারা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটার কবর দে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনশনরত শিক্ষার্থী আসাদুল ইসলাম বলেন, “আমরা মৃত্যু পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। কাফনের কাপড় গায়ে দিয়ে...