গোল করা যেন মামুলি ব্যাপার হ্যারি কেইনের জন্য। মাঠে নামলেই পাচ্ছেন জালের দেখা। দুর্দান্ত ছন্দে থাকা স্ট্রাইকার এবার উপহার দিলেন চমৎকার হ্যাটট্রিক। তার উজ্জ্বল দিনে হফেনহাইমকে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে শনিবার বুন্ডেসলিগায় ৪-১ গোলে জিতেছে বায়ার্ন। লিগ চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেছেন সের্গে জিনাব্রি। চলতি মৌসুমে এনিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিকের স্বাদ পেলেন কেইন। ৩২ বছর বয়সী ইংলিশ তারকা লিগে দলের প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে তিন গোল করেছিলেন। গত ২২ অগাস্ট ম্যাচটি ৬-০ ব্যবধানে জিতেছিল বায়ার্ন। ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে, এই সময়েই দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিক করলেন কেইন। লিগে আগের ম্যাচেও জোড়া গোল করা কেইন এদিন প্রথম জালের দেখা পান ৪৪তম মিনিটে। পরের দুটি গোল করেন তিনি পেনাল্টি থেকে, ৪৮তম ও ৭৭তম মিনিটে। ৮২তম মিনিটে...