ইসরায়েলি হামলায় গাজায় হতাহত ফিলিস্তিনিদের চিকিৎসা করা হতো তার হাসপাতালে। নিজের চোখে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বহু হতাহতকে দেখেছেন। কিন্তু শনিবার আবু সালমিয়াকে শিফা হাসপাতালে দেখতো হলো নিজের ভাই ও তার স্ত্রীর মৃতদেহকে। আল-জাজিরা অনলাইন জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে আবু সালমিয়া পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় শিশুরা নিহত হয়েছে। আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়ার ভাই মাজেদ আবু সালমিয়ার বাড়িতে বিমান হামলাটি আঘাত হেনেছে। হামলায় মাজেদ এবং তার সন্তানরা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। শনিবার সকালে আল-শিফা হাসপাতালের পরিচালক যখন কর্তব্যরত ছিলেন, তখন হামলায় নিহত দুই ব্যক্তিকে ওয়ার্ডে আনা হয়: তার ভাই এবং তার...