প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. নেয়ামত উল্ল্যা ভুঁইয়া বলেছেন, ‘দুই লাইন কবিতা লেখে আমি ৩ দিন ঘুম ছিলাম, ১৮ দিন জেল খেটেছি, ৫ বছর মামলা চালিয়েছি। এখন কি সমস্যা আছে? আগে কথা বলতে ভয় লাগতো, এখন প্রাণ খুলে সবাই কথা বলতে পারছেন।’ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এবং কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেয়ামত উল্ল্যা ভুঁইয়া আরও বলেন, ‘আমি বরুড়ার মাটির সন্তান। আমার মা হচ্ছে বরুড়ার মাটি। আমরা যে যেখানে আছি, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এখন প্রাণ খুলে কথা বলা যায়, হৃদয়ের কথা বলা যায়—এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আজ আমি ঘর...