বাংলাদেশের ওপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা থাকার বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার সত্যতা নেই বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান। ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ইউএইভিসাঅনলাইন ডট কম দাবি করেছে, বাংলাদেশসহ ৯টি দেশকে ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এই খবরটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমিরাতের সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ না করা হলেও বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে শনিবার আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, আমরা অফিশিয়ালি দূতাবাস থেকে বা আমাদের কনস্যুলেট থেকে আমিরাত সরকারের এই ধরনের কোনও বার্তা পাইনি। যে ওয়েবসাইটটির বরাতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়েছে, সেই ওয়েবসাইট সম্পর্কে আমরা এখন পর্যন্ত...