রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানে ককটেল, পেট্রোল বোমা, ধারালো দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ৩২ জনকে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এ অভিযান চলে। পুলিশ সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে এই অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ‘বুনিয়া সোহেল’র মাদকের আস্তানা থেকে বিপুল পরিমাণ হেরোইন, আটটি ককটেল, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে রাত আটটার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক এ বিষয়ে বলেন, ‘জেনেভা ক্যাম্পে আমাদের বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা, ধারালো...