পূজা উৎসবে মুক্তি পাচ্ছে গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ব্যাচেলর ইন ট্রিপ'। ইতিমধ্যে মুক্তির তারিখ চুড়ান্ত করেছে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। পূজার উৎসবে রিলিজের জন্য চলচ্চিত্রটি বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতিতে নাম এন্ট্রি করেছে। চলচ্চিত্রটির প্রযোজক এবং পরিচালক দুজনই নিশ্চিত করেছেন আসন্ন পূজার উৎসব উপলক্ষে ৩ অক্টোবর রিলিজ হবে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রটি। উল্লেখ্য, আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ। পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি দেখার সময় জীবনের নানা লক্ষ্য উপলক্ষ্য দর্শককে ভাবাবে। কমেডি উপাদানগুলো দিবে নির্মল আনন্দ। বন্ধুবান্ধব, পরিবার পরিজন, সঙ্গীকে নিয়ে সুন্দর সময়...