সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে বল করতে নেমে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান। দুজনে মিলে ৮ ওভারে মাত্র ৪৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। কিন্তু এই দুজনের ছন্দে থাকার দিনে তাসকিন-শরীফুলদের পিটিয়েছেন লঙ্কানরা। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে দাসুন শানাকার ৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৬৮ রান করেছে শ্রীলঙ্কা। টস জিতে বল করতে নেমে আজ আগের ম্যাচের মতো সুবিধা নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। ইনিংসের শুরু থেকেই লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। পাওয়ার প্লের প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান তোলে শ্রীলঙ্কা। ঝোড়ো ব্যাটিং করা দুই ওপেনারের জুটি পঞ্চম ওভারে এসে ভাঙেন পেসার তাসকিন আহমেদ।...