৪ ওভারে ৩৬ এর পর পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছিল শ্রীলঙ্কা। এর পর ১৪ ওভার পর্যন্ত রানের চাকা আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু পরের দুই ওভারে ৩১ আর ১৮তম ওভারে ১৮ রান হজম করতে হয়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৮ রান। আবুধাবিতে গ্রুপ পর্বের ম্যাচে আগে ব্যাটিং করে হারতে হয়েছিল বাংলাদেশকে। নতুন ভেন্যু দুবাইয়ের প্রথম ম্যাচ, তাই বাড়তি সতর্কতার থেকে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। এবার রান তাড়ায় লঙ্কানদের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। আর এই ম্যাচের মধ্য বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তিতে সাকিব আল হাসনকে ছোঁন মোস্তাফিজুর রহমান। দুজনেরই উইকেট সংখ্যা এখন ১৪৯। তবে সাকিবের ১২৯ ম্যাচ...