জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) বিশেষ অনুষ্ঠান। বিষয় ছিল- বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান সংকট, তার কারণ এবং উত্তরণের সম্ভাব্য পথ। সে সঙ্গে গুণী ও সৃজনশীল ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হলো।ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, স্বাগত বক্তব্য দেন ট্র্যাব সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ এবং বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ। অনুষ্ঠান উপস্থাপনা করেন তানিয়া আফরিন।আলোচনা সভায় বক্তারা সংস্কৃতি ও সমাজের মনন গঠন নিয়ে কথা বলেন। এ ছাড়া আধুনিক প্রযুক্তি ও বিশ্বায়নের এ যুগে দেশীয় সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ অত্যন্ত...