শ্রীলংকার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে সাজঘরে ফিরলেন কুশাল পেরেরা। তবে পেরেরা ব্যাটিংয়ে নামার আগেইকুশল মেন্ডিস (২১৯৮) ছাড়িয়ে যান কুশাল পেরেরাকে। ১২ রানের মাথায় আবার রেকর্ডটা পুনরুদ্ধার করলেন কুশল পেরেরা (২১৯৯)। এরপর একটি চার মেরেই আউট হয়ে গেছেন কুশল পেরেরা। মোস্তাফিজুর রহমানের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কুশাল পেরেরা। তিনি ১৬ বলে ১৬ রান করে আউট হান। তার বিদায়ে ৯৭ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলংকা। এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান শ্রীলংকান দুই ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। পঞ্চম...