আজ (২০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব । লিগ পদ্ধতির এই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। শ্রীলঙ্কা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছে। সুপার ফোরে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো হবে ২৪ সেপ্টেম্বর ভারত ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। সুপার ফোরের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এখনও চারটি টি-টোয়েন্টি খেলেছে, যার মধ্যে দুইটিতে জয়, দুইটিতে হার। বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলেছিল ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডেতে চার ম্যাচে বাংলাদেশ জিতেছে একটিতে, যা ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আজকের ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার...