দীর্ঘ ১৬ বছর ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনবে এবং বিএনপিই সরকার গঠন করবে। শনিবার একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু।এদিন ঢাকা-১৪ আসনের অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি ছিলেন সাজু।তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিন ঢাকা-১৪ আসনের অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি ছিলেন সাজু। ধানের শীষে ভোট চেয়ে এস এ সিদ্দিক সাজু বলেন, 'বিএনপি সব সময় জনগণের দুঃখ-দুর্দশার কথা বলেছে এবং মানুষের জন্য কাজ করেছে। তাই কাউন্দিয়া ইউনিয়নবাসী ধানের শীষে ভোট ছাড়া অন্য কোথাও ভোট...