অ্যানফিল্ডে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ছিল ২৪৭তম মার্সিসাইড ডার্বি। শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু শেষ বাঁশি বাজা পর্যন্ত ঘাম ঝরাতে হলো লিভারপুলকে। প্রতিপক্ষ এভারটনের শেষ দিকের চাপ সামলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল আর্নে স্লটের শিষ্যরা। আর সেইসঙ্গে প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয়ের স্বাদ পেল তারা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত হলো লিভারপুলের। তবে তাদের পুরোনো রোগ আবারও চোখে পড়ল, ২-০ গোলে এগিয়ে থেকেও বিপাকে পড়া। মৌসুমের শুরুর ছয় ম্যাচের তিনটিতেই এমন অবস্থায় ধরা খেয়ে শেষ মুহূর্তে গোল করে জয় তুলতে হয়েছে। এবারও ২৯ মিনিটে রায়ান গ্র্যাভেনবার্চ ও হুগো একিতিকের গোলের পর মনে হচ্ছিল সবকিছু সহজ হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন প্রমাণিত হলো।আরো পড়ুন:অন্তিম মুহূর্তে সালাহর গোলে লিভারপুলের জয়৭৫০ কোটিতে লিভারপুল ছেড়ে আল-হিলালে নুনেজ দ্বিতীয়ার্ধে অদ্ভুত এক নীরবতা...