চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) ২৬ পদের বিপরীতে ২০টিতে লড়তে চান ৪৮ ছাত্রী। এর মধ্যে ছাত্রীদের জন্য সংরক্ষিত দুটি পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২৩ জন। এ নির্বাচনে ছাত্র-ছাত্রী মিলিয়ে ৪২৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে শনিবার রাতে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন। নির্বাচন কমিশনের তালিকায় দেখা যায়, ৪২৯ জনের মধ্যে ছাত্রী মাত্র ৪৮ জন। ছাত্রীদের কেউ ভিপি পদে মনোনয়ন ফরম জমা দেননি, তবে জিএস পদে একজন এবং এজিএস পদে দুইজন ফরম জমা দিয়েছেন। ছাত্রীদের জন্য বরাদ্দ দুইটি পদের একটি ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ জন এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য পদের মধ্যে সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ,...