প্রায় দুই দশক ধরে অনুসন্ধানের পর মিশরের সমুদ্রতলে প্রাচীন এক বন্দরের সন্ধান পাওয়া গেছে। রানি ক্লিওপেট্রার সময়কার গুরুত্বপূর্ণ মন্দির টাপোসিরিস ম্যাগনা থেকে কয়েক মাইল দূরে ভূমধ্যসাগরের তলদেশে ২ হাজার বছরের পুরোনো ওই নৌবন্দরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রত্নতাত্ত্বিক মার্টিনেজ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘ডুবুরিরা বন্দরের সন্ধান পেয়েছে। ২ হাজার বছর পর আমরা প্রথম মানুষ হিসাবে এখানে পা রাখলাম।’ বৃহস্পতিবার মিশরের পর্যটন ও প্রত্নকর্ম মন্ত্রণালয় এই আবিষ্কারের ঘোষণা দেয়। তাদের মতে, টাপোসিরিস ম্যাগনা শুধু একটি ধর্মীয় কেন্দ্রই ছিল না, বরং ছিল একটি সমৃদ্ধ সমুদ্র বাণিজ্যিক কেন্দ্রও। ধারণা করা হচ্ছে এটি রানি ক্লিওপেট্রার সময়কার একটি প্রসিদ্ধ সমুদ্রবন্দর। এই আবিষ্কারকে অনেক প্রত্নতাত্তি্বক ক্লিওপেট্রার হারানো সমাধির সন্ধানে নতুন দিক হিসেবে দেখছেন। ন্যাশনাল জিওগ্রাফিক। ডোমিনিকান রিপাবলিকের আইনজীবী থেকে প্রত্নতাত্তি্বক হওয়া ক্যাথলিন মার্টিনেজ দীর্ঘকাল ধরে ক্লিওপেট্রার সমাধি খুঁজছিলেন।...