স্থানীয় সরকার নির্বাচনসহ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে ২০১৪ সালে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেয়ার যে দোষ জাতীয় পার্টিকে দেয়া হচ্ছে, বিএনপি-জামায়াত সেই দোষের ভাগীদার বলেও মন্তব্য করেন তিনি। শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে গুলশানের আয়োজিত দলটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সেই ২০১৪ সালের নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার, সিটি করপোরেশন থেকে আরম্ভ করে উপজেলা, প্রত্যেকটা নির্বাচন আপনারা করেছেন। আপনারা প্রত্যেকেই করেছেন। তাহলে বৈধতা আমরা দিয়েছি ১৪ সালের নির্বাচিত সরকারকে’ ‘যেই দোষ আমাদের ওপর দিচ্ছেন, সেই দোষের বড় ভাগীদার হচ্ছেন আপনারা’ উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘২০১৪ সালের নির্বাচিত...