নারী ওয়ানডে বিশ্বকাপ আটটি দল নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত ১৩তম আসরের ফাইনাল হবে ২ নভেম্বর। গত এপ্রিলে পাকিস্তানে হওয়া বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশের মেয়েরা ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয়। এরপর থেকে তাদের প্রস্তুতি সীমাবদ্ধ ছিল শুধু ক্যাম্প ও ছেলেদের বয়সভিত্তিক দলের বিপক্ষে অনুশীলন ম্যাচের মধ্যে। নারী দল সেই বাছাইপর্বের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। তাদের সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট ছিল নারী ঢাকা প্রিমিয়ার লীগ, যা অনুষ্ঠিত হয়েছিল বাছাইয়ের আগে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দলটি অবশ্য সিলেট ও বিকেএসপিতে ক্যাম্প করেছে। গত আগস্টে দুটি দলে ভাগ হয়ে (লাল ও সবুজ) ছেলেদের অনূর্ধ-১৫ জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে তারা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু...