এশিয়া কাপের চলমান আসরে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া ভারত। গ্রুপ পর্বে ভারতের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। রোববার দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে রাত সাড়ে আটটায়। এবারের আসরে গত সপ্তাহে গ্রুপ পর্বে একই মাঠে মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচ জয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এই নিয়ে ক্রিকেট অঙ্গনে বির্তক তুঙ্গে। সেই ম্যাচ থেকে এই সংকট শুরু। হাত না মেলানোর বির্তকের মাঝেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের। ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় তারা। ১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয়...