সাদামাটা শুরুর মাঝে অসাধারণ এক গোলে দলকে পথ দেখালেন ডিফেন্ডার এদের মিলিতাও। দ্বিতীয়ার্ধে আরেকটি দারুণ গোলে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন কিলিয়ান এমবাপে। এস্পানিওলকে সহজেই হারিয়ে শীর্ষস্থান সংহত রাখল রেয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই জিতেছে তারা। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। মৌসুমে প্রথম হারের স্বাদ পাওয়া এস্পানিওলের পয়েন্টও ১০; তৃতীয় স্থানে আছে তারা। পাঁচ ম্যাচ খেলেছে দলটি। ম্যাচ শুরু হতেই আক্রমণ শাণায় এস্পানিওল। লক্ষ্যে শটও নেয় তারা, যদিও এদু এক্সপোসিতোর ওই প্রচেষ্টা অনায়াসে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। বিরতির আগে আর উল্লেখযোগ্য কিছু করতে পারেনি সফরকারীরা। প্রথমার্ধে আলোন্সোর দলের আক্রমণগুলোও তেমন ধারাল...