মাত্র কদিন আগে, জেন-জিদের আন্দোলনে টালমাটাল হয়ে পড়েছিল নেপাল। দুদিনের (৮ ও ৯ সেপ্টেম্বর) আন্দোলনের তীব্রতায় পতন ঘটে সরকারের। চারদিকে জ্বলতে থাকে সরকারি-বেসরকারি অবকাঠামো। সেসময় নেপালের সিংহদরবারের আগুনের লেলিহান শিখার মাঝেই নজর কেড়েছিল এক অদ্ভুত দৃশ্য। সরকারি ভবনের সামনে উড়তে দেখা যায়, জাপানি শিল্পী এইচিহিরো ওডার সৃষ্ট মাঙ্গা সিরিজ ওয়ান পিসের পাইরেট (জলদস্যু) পতাকা, যার কালো ব্যানারে খড়ের টুপি পরা ‘মাথার খুলি’। জল্লি রজার নামের এই কার্টুনিশ খুলি শুধু ফ্যানডমের প্রতীক নয়; জাপান, কোরিয়া, ফিলিপাইন, নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশে দুর্নীতি এবং সরকারি অব্যবস্থার বিরুদ্ধে জেন-জি প্রজন্মের বিক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। প্রসঙ্গত, এই খুলিটি লাফি নামের প্রধান চরিত্রের। যার লক্ষ্য হলো ‘পাইরেট কিং’হওয়া এবং দমনমূলক শাসনের বিরুদ্ধে লড়াই করা। সরকারি আর্থিক কেলেঙ্কারির প্রতিবাদে প্রথমে জাপানে এই পতাকা ব্যবহার করেন তরুণরা। পরবর্তী...