জুলাই অভ্যুত্থান নিয়ে যেন ‘চেতনার ব্যবসা’ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলছেন, দেশের সব শ্রেণী-পেশার মানুষ, সব ধর্মের মানুষ ‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে লড়াই করেছে; রক্ত দিয়েছে; শহীদ হয়েছে। “সুতরাং এটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি। কেউ যদি মনে করে যে, আমরা জুলাইয়ের একমাত্র ধারক-বাহক, তাহলে আবার জাতির মধ্যে সেই বিভক্তি চলে আসবে।“ তিনি বলেন, “আমরা শুধু একটা শক্তিকেই স্বীকৃতি দেব। সেটা হচ্ছে—ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য।” শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদিস পরিষদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন। জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়। দাফন হয়েছে দিল্লিতে। কিন্তু মুরদা এখন ফাটকা আওয়াজ করতেছে। “অথচ এখন পর্যন্ত তাদের ভেতরে অনুশোচনা আসে নাই।...