মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে ব্যাপক সংস্কার হতে যাচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, বায়োমেট্রিক ভেরিফিকেশন বা আঙুলের ছাপ গ্রহণ বাধ্যতামূলক করা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি জুলফেকলি আহমেদ শনিবার (২০ সেপ্টেম্বর) বলেছে, মেডিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির (ফোমেমা) তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার তদারকি জোরদার করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব পদক্ষেপের মধ্যে থাকবে, আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষার ফলাফল পর্যালোচনা। জনস্বাস্থ্য রক্ষায় এবং জালিয়াতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ আগে প্রতারণা করে পার পেলেও চিরকাল তা করতে পারবে না। কারণ আমাদের স্ক্রিনিং আরও কঠোর হচ্ছে। বিদেশি কর্মীদের এক্সরে রিপোর্ট কোনও সন্দেহের উদ্রেক করলে তা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পুনর্মূল্যায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়, কিছু অসাধু চক্র...