টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতে বেশ মারমুখী ছিল দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৫ ওভারে ৪৪ রান তুলে পেলেন তারা দুজন। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম বেধড়ক মার খাচ্ছিলেন শুরু থেকে। তবে, তৃতীয় বোলার হিসেবে বল করতে এসেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। পাথুম নিশাঙ্কাকে সাইফ হাসানের বলে ক্যাচ দিতে বাধ্য করেন। ১৫ বলে ২২ রান করে আউট হন পাথুম। পাথুম নিশাঙ্কা আউট হওয়ার পর কুশল মেন্ডিস এবং কামিল মিশারা জুটি গড়ার চেষ্টা করেন; কিন্তু দলীয় ৫৮ ও ৬৫ রানের মাথায় লঙ্কান ব্যাটিংয়ে জোড়া আঘাত হানেন স্পিনার শেখ মেহেদী। ফিরিয়ে দেন কুশল মেন্ডিস ও কামিল মিশারাকে। ৫৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ রানে ছক্কা মারতে গিয়ে সাইফ হাসানের হাতে ধরা পড়েন কুশল...