বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনের শুরু থেকেই ছিলেন হাসিবুল হোসেন শান্ত। আইসিসি ট্রফির ম্যাচজয়ী রানও এসেছিল এই পেসারের ব্যাট থেকে। জাতীয় দলের হয়ে খেলেছেন ২০০৪ সাল পর্যন্ত। ক্রিকেটকে বিদায় জানানোর পর বিসিবিতে চাকরি শুরু করেন এই পেসার। ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত শান্ত বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব সামলেছেন। সবশেষ আজ (২০ সেপ্টেম্বর) শনিবার নতুন করে বাংলাদেশ জাতীয় দলের সহকারী নির্বাচকের দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি, লক্ষ্যসহ বিস্তারিত জানিয়েছেন ঢাকা পোস্টের প্রতিবেদক সাকিব শাওনকে। ঢাকা পোস্ট: জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেলেন। কেমন লাগছে? শান্ত:অনুভূতিটা আসলে এখনো বুঝতে পারছি না। যখন কাজ করা শুরু করব, ভালোভাবে এগিয়ে যেতে পারব তখন বলতে পারব। আসলে কাজটা ভালো নাকি তিতা সেটা তখনই বলতে পারব। যদিও অনেক বছর ধরেই এই কাজটা করে আসছি,...