গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। অক্টোবর মাসে ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের আগে বার্লিন তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে।জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎজ, যিনি বর্তমানে স্পেন সফরে রয়েছেন, স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে জার্মান সরকার ইতোমধ্যেই বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা জার্মান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। বর্তমানে বিষয়টি ইউরোপীয় পর্যায়ে আলোচনার টেবিলে রয়েছে।’চ্যান্সেলর আরও জানান, আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মেরৎজ আশাবাদ ব্যক্ত করেন, ১ অক্টোবর কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের অনানুষ্ঠানিক বৈঠকে জার্মানি তাদের অবস্থান প্রকাশ করতে সক্ষম হবে।ইউরোপীয়...