কী বলছেন বাংলাদেশি শিক্ষার্থীরা২০২৫ সালের শীতকালীন সেমিস্টার শুরু হচ্ছে এই মাসে। কিছু বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার শুরু হবে আগামী মাসে। তবে পড়াশোনা শুরু করার আগে বাংলাদেশিসহ জার্মানির শিক্ষার্থীদের বড় একটি অংশকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, তারা কি মিউনিখে পড়বে, না কি ফ্রাঙ্কফুর্টে না কি বার্লিনে, না কি সিগেনে? কারণ, মিউনিখে পড়তে চাইলে শুধু বিশ্ববিদ্যালয় ফি নয়, মাসে এক রুমের জন্য ৭৫০ ইউরো ভাড়া গুনতে হচ্ছে। অন্যদিকে, ছোট শহর সিগেনে একই ধরনের শেয়ার্ড রুমের গড় ভাড়া ৩৫০ ইউরো। এই অস্বাভাবিক ব্যবধান শিক্ষার্থীদের শহর নির্বাচনের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটিকে গভীরভাবে চিন্তায় নিতে বাধ্য করছে। মিউনিখে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থী রাকিব ইসলাম বাংলানিউজকে বলেন, আমি অনেক কষ্ট করে ব্লক অ্যাকাউন্ট করে জার্মানিতে এসেছি। কিন্তু বাসা ভাড়া দিতেই আমার বেশি টাকা চলে যাচ্ছে। পার্টটাইম কাজ করে যা...